অবহেলা
কৃষ্ণ কামাল
আমার জানালার বাইরে
দেখো ওই দূরে,
কয়েকটা ছেলে দৌড়ায়
গোটা মাঠে জুড়ে।
ওই এই ওই ওই বলে
জোরে জোরে হাঁকিয়া,
কয়েক জন মিলে দিলো
একজনের পিঠে মারিয়া।
তারা সকল দিলো দৌড়
বুঝি না এ কেমন খেলা ,
খেলা নাকি দুর্বলের
প্রতি কেবলই অবহেলা।
অনেক্ষন দেখিলাম
সে যে মাঠের উপর পড়ে,
দৌড়ে গেলাম সেখানে
তুললাম তারে হাত ধরে।
চোখে মুখে ধুলো মাখা
করে বলে কান্না,
আমায় মেরেছে ওরা
ওদের ধরে আন্না।
আমি এখানে লেখক মাত্র
নাকি ছেলে ধরা ,
যাহা লিখেছি এতটুকু
নাও শেষ করো পড়া।