5G পরিষেবা
কৃষ্ণ কামাল

কালকে দেখিলাম একখানা
প্রজাপতি ছটপট করিয়া মরে,
তোমরা তো বেশ সুখেই আছো  
5G পরিষেবা ব্যবহার করে।

কতো ছোট্ট প্রাণীরা এই রেডিয়েশন
বাচঁবেনা আর পৃথিবীর বুকে ,
5Gর প্রতিবাদে কেহ দাঁড়ায়নি
ছোট্ট প্রাণীদের হয়ে রুকে।

কি হতো তোমার ইমেইল পাঠাতে
হাফ সেকেন্ড দেরি হলে ,
তোমার দ্রুত গতির ইন্টারনেটে
অন্যের জীবন গেলো চলে।

শনিবার রবিবার অফিস বন্ধ
বের হলাম প্রজাপতির খোঁজে ,
কতো ফুলের বাগান প্রজাপতি হারা
এই সকল মূর্খ রা নাহি বোঝে।

5G পরিষেবা দারুন চলছে
তোমাদের জীবন চলুক এমনভাবে,
এখন যাচ্ছে মারা ছোট্ট প্রাণী
পরে তোমাদের জীবন যাবে।