এই শরীর,
তোমার আমানত
আমার এই মন…

পেরিয়ে যাওয়া কাল
আর উদাত্ত তাড়নায়
বিলীন হয়ে যায়
আমার প্রেম চঞ্চল।

আমাকে রাখতে দিয়েছিলে
নদী ও নদীর জল
এক তারা ভরা মহাকাশ
আর সবুজ গুল্মলতা

দেখতে দিয়েছিলে
নীল সমুদ্রের ঢেউ
আর পাহাড়ের স্থিরতা।

অকাতরে বিলিয়ে দিলে
সুন্দরতম মুহূর্ত সব,
কতোটা ঋণের বোঝায়
বরখেলাপী করবে বলে।

আমানত আমার কোলে
তোমার সন্তান,
ভিক্ষেয় পাওয়া আনন্দ
আর অনাগত ভবিষ্যত।

যা কিছু খেয়ানত,
সে-তো আমারই ভুল
অক্ষমতার করুণ সুর...
শুনতে চাই না, তবু
টেনে নিয়ে চলে বহুদূর -

জনান্তিক পাহাড়ের পাদদেশ থেকে
ফিরিয়ে নাও তোমার পানে।