শেষতক এই জলে ভেসে ভেসে
পড়ে যাই সমুদ্রের বুকে
মিশে যাই অসীমের মাঝে
লোনা জল, কলকল, ফেনিল তরঙ্গে।
নিস্তব্ধ গভীরে হিমশীতল নৈশব্দ
ভালোবেসে ঠেলে পাঠায়
উষ্ণতর আলোকের খোঁজে।
স্বচ্ছ হলুদের অতিথি আমি
আদর খুঁজে ফিরি
পরমাত্মীয়'র হাসি মাখা চোখে।
পণ ছিলো ভালোবাসা হীনতায়
পণ ছিলো মুগ্ধতা হীনতায়
আর অপ্রেমে
আর বিচ্ছেদে।
অথচ, দিগন্ত জুড়ে
বিরামহীন চুম্বনের বায়না করে
প্রতীক্ষারত আসমান মেঘে ছেয়েছে কবে!
হে অনন্তর,
কোন বেলা হয়েছো চপলা
বলে দিও কানে কানে।