অতঃপর...
দুঃখেরা সব হারায়
কষ্টগুলো মিইয়ে যায়
বঞ্চনারা হয় স্মৃতিভ্রষ্ট।
না পাওয়া গুলো
হয়েছিল কি বুকের ভার?
অভিমানেরা ঠিকানা বিহীন হয়েছে
ঠিক যেমন আশ্রয়হীন হয়েছে
তোমায় অক্লান্ত ভাবতে ভাবতে
পার করে দেওয়া মুহূর্তগুলো।
তোমাদের ভাবতে ভাবতে।
বিবর্ণ হয়েছে কবে সকল ক্যানভাস
নতুন করে আঁকার ফরমায়েশ আছে
তবু রঙের গরমিল পীড়িত করে না আর।
তারপর...
শীতলক্ষ্যা মেঘনার
বয়ে নিয়ে চলা স্মৃতির পাথারে
হাতড়ে বেড়াই তোমাকে।
তোমাদের।
খুঁজে পেয়েছি রাধাচূড়ার ঝলক
তোমার অস্ফুট হাসি
সবার অলক্ষ্যে
মাল্যদানের প্রস্তুতি যদিবা ছিলো
ছিলো না ডুব সাঁতারের আয়োজন।
কাশবনের শুভ্র দোলায়
হিম নামে
বঞ্চনাগুলোকে স্বান্তনার গল্প শুনিয়ে
যায় পালিয়ে।
কৈবর্ত অভিমানী হয় না আর
আঁকে না নদীর ছবি
উঠে আসে
পিছু ছাড়েনি জলের ভালোবাসা।