বয়াত ১
বন্দি হল খাঁচার ভেতর একটি কাক আর বুলবুলি,
আর কি পাবে বাসতে ভাল কুসুমবনের ফুলগুলি?
ভাগ্যহত গানের পাখির রুদ্ধশ্বাস, মরছে প্রায়,
কাকের ঘরে সহবাসে এই বিনে আর কি উপায়?
বয়াত ২ (রুবাইয়াত ছন্দে)
হে বন্ধু মোরে ভুল বুঝ নাকো
বাধ্য হয়েই আল বিদা,
প্রবাস মানেই ভুলে যাওয়া নয়
ব্যথিত হৃদয়ে খুব ক্ষুধা।
নিরুপায় আমি তাই দিবাযামী
একাকী প্রশান্ত সাগর পাড়,
পথ বেড়ে গেছে মন তবু যাচে
অতীতকালের প্রেম সুধা।