লিমেরিক ১
অসারেই সার মেখে মঞ্চ মাতান
মোড়ক ভালই চলে মিথ্যের দান।
অন্দর ফাঁকা, বাবু
ভেতরটা নিভু নিভু
সততারা বাঁচে শুধু নিয়ে অভিমান।
লিমেরিক ২
ইশকে মরে মিথ্যের নেতা, ছিঁচকে পড়ে নর্দমায়
অভাব পেটে জনার্দনে, কেবল খাবি খায়।
প্রবেশ নিষেধ রাজস্থানে,
তেমন চেষ্টা মরনপণে।
সুখ না আসুক, অভাব ছুটুক, তেমন প্রার্থনাই।
লিমেরিক ৩
শেকল পরার আগের জীবন কেমন মনে হয়?
নব জন্মে কিংকর্তব্যবিমূড় অতিশয়।
পালটে গেল হস্তরেখা
পাবেই তবে সুখের দেখা?
পূর্বজন্ম পূনর্জন্মে আটকা পড়ে রয়।