মদ্যপ ২
রিপুর চাপে বহু পাপ-তাপে
এক মহাপাপী এই আমি,
শেষে অনুতাপে শরাবখানায়
কাটিতেছে মোর দিবা-যামী।
সুরার স্রোতে কাটিছি সাঁতার
আমি আর এক সুন্দরী,
ধুয়ে দাও মম পাপ, হে খোদা!
সেজদায় পড়ে রই প্রেমী।
মদ্যপ ৩
দুঃখরা যা আছেন,
ঝেড়ে ফেলে দাও
সয়ে দেখ সুখের কি জ্বালা,
ক্ষয়ে যাক হৃদয়-তবু ঢের, ফাও
দুখের মদে কে হয় উতলা!
সুখের বিষ ভাল,
বহুদিন বাদে যদি
মিলছেই হুর-পরী,
সুধাময় জান্নাত,
প্রেমিক কতই আছে,
জেনে জেনে তাও
মদেই দিচ্ছে ডুব,
প্রেমিকার গলে দিয়ে আবৈধ মালা।