যদি মরি,
জানালাটা খুলে দিও।
বারান্দায় উদাত্ত আলো আসুক
কারণে অকারণে।
ছোট্ট শিশুটির হাতে ঝুলছে
কমলা লেবুর থোক,
খোলা বারান্দায় দাঁড়িয়ে
শিশুটির কমলা খাবার দৃশ্যে
আমার দারুন ঝোঁক,
আমি তাকে দেখি।
গম তোলার শব্দ আসুক কানে,
আমি দাঁড়িয়ে আমারই বারান্দায়,
আর সে শব্দ শুনতে পাই।
যদি না থাকি এ পৃথিবীতে
আমার জানালাটা খুলে দিও,
আমার আত্মা সেখানে থাকে।
খোলা বারান্দায় উদাত্ত আলো আসুক।