মৃত্যুর মত মদ
আর ক্ষুধার মত অনিন্দ্য জীবন,
শিশুর কান্নার মত পৃথিবী উদার।
সে শব্দ গঁৎবাধা মঞ্চের তুমুল বক্তৃতার।
এ যেন কঠিন পণ।
কিছুতেই যায় না নড়াচড়া
সেই পণ হতে,
মদের খেয়ালে অচ্ছ্যুতে
শিশুদের মৃত্যুর দানটুকু ছাড়া।
পৃথিবীর সব ধ্বনি পরাজিত
সে কান্নার কাছে,
কি আনন্দ কি আনন্দ, তবু
দেখে যাও দেখে যাও
বিজয়ের আনন্দে কারা নাচে।
পৃথিবীর সব রঙ মুছে যায় –
দেখি যেন সাদার মতন,
এই হলো ক্ষুধার অনিন্দ্য জীবন।
ক্ষুধা হলো ডানা ভাঙা চিল,
উড়ে যায় ফের ধসে পড়ে
ম্লান চোখ তার তবু জেগে থাকে
সুদূর আকাশ – নীল।