তোমাকে পাইনি
পেলে হয়তো আমি দেবদূত হয়ে যেতাম।
কবি বলেছিলেন,
মানুষও দেবদূত হয়ে যায়,
যখন সে তার মানুষীকে পেয়ে যায়।
তোমাকে পাইনি বলে আজ আমি কবি,
হতে পারিনি কোন দেবদূত!
পেয়ে গেলে হয়তো
রাস্তায়-ঘাটে-বনে-জঙ্গলে-অরণ্যে,
সাধু-সন্ত কিংবা পাগল-ভবঘুরে হয়ে
ঘুরে বেড়াতাম না। দিনের পর দিন,
রাতের পর রাত অনাহারে, অনাঘুমে
রজনীযাপন করতাম না।
তোমাকে পেলে হয়তো বুকের অন্তরালে
নরক দাহের ন্যায়, আত্নদহন হতো না।
তোমাকে পেয়ে গেলে হয়তো
আজ আমি কবিও হতাম না,
ঘর-জগৎ-সংসার ফেলে
পথের বিরাগী হতাম না।
তোমাকে পেয়ে গেলে হয়তো,
সিন্ধুর অবগাহন, ঝর্ণার শোভনতা,
মালঞ্চের সুবাসিনী আর বিহঙ্গের কলতান
আমায় মুগ্ধ করত না।
তোমাকে পেলে হয়তো
দেবদূত-ই হতাম আর
ক্ষুব্ধ হিয়া মেতে উঠত প্রণয়-লীলার নৃত্যে.....!
তোমাকে পেলে দেবদূত হয়ে যেতাম!