কিশোর তোমার হাতের মুঠোয়
ধর বোধন নিশান,
তোমার হস্তেই গড়বে এবার
নবযুগের উত্থান।
দিক দিগন্তে ভেদের রাশি,
বাজাও তুমি বোধন বাশি।
বোধন বাশির সুরের টানে,
বাজাবে তুমি আপন সনে।
বোধন বাশির সুরেতে,
জাগিবে বোধ লাট সাহেবদের বিবেকেতে।
ভাঙবে এবার আছে যত
বোধন কারার কপাট,
খুলিবে বুঝি চাড়াল আর
নিচু জাতের ললাট।
থাকবেনা আর ভেদাভেদ
থাকবেনা আর তফাত,
ছোটলোক বড়লোক বলে
থাকবেনা কোনো জাত।
গরীব-ধনী আছে যারা
কোন ভেদাভেদ নাই,
চলো মোরা সবে মিলে
সাম্যের গান গাই।
গরীব-ধনী মিলে মিশে
থাকিব সর্বদা,
সাম্যের জয় এই সমাজে
হবে একদা।