বিষাদগ্রস্ত হৃদয় মজিয়াছে কাননে,
শুভ্র বর্ণের গোলাপ ফুটেছে সুবাসী ঐ গুলিস্তানে।
যার সুবাসে মালঞ্চ-রাজ গন্ধে মাতোয়ারা,
তার রুপের মাধুরীতে চিত্ত দিশেহারা।
জায়গা খুঁজে নিল সে মনের গহীনে,
বারে বারে দেখা দেয়, নিশার স্বপনে।
পাপড়িগুলো ঝরে পড়ে প্রণয় মরিলে,
ভেসে যাবো আমি তবে, নয়ন সলিলে।
পাবো না তারে কোন কুঞ্জ বা গহনে,
স্মৃতি তার হবে ম্লান, হৃদয়ের দহনে।