ছাত্রসমাজ চায় আপনার বৈষম্যহীন অধিকার,
রাজপথজুড়ে বাজছে তাই, বিদ্রোহের গীতহার।
আধার ছাপিয়া নীল গগণে পূরবী উদিত হয়,
তরুণ-যুবারা বীর্যবান তাই, দমে নাহি রয়।
পথজুড়ে শুধু টিয়ারশ্যাল আর অজস্র গুলির শব্দ,
ছাত্রসমাজ নির্ভীক অদম্য তাই, হবে না তাতে জব্দ।
যত শুনি মোদের পূর্ব কাহিনী, মুক্তি সংগ্রামের কথা,
লক্ষ লক্ষ মুক্তিসেনার, অমর বীরত্বগাথা।
পুরাতন সেই পাক-শকুন আজ খামছে ধরেছে নিশান,
রাজপথের প্রতিবাদ মিছিলে তাই, বাজছে প্রলয়-বিষাণ।
পুলিশ, বিজিবি আর যত মিলিটারি,
করছে গুলি, মরছে মানুষ, সংখ্যা ছাড়ি ছাড়ি।
শহীদের শোকে কাতর জাতি, কাদছে আকাশ-বাতাস,
সন্তান হারা জননীর আর্তনাদ আর, ক্রন্দন হা-হুতাশ।
খেচরজাত শুক-পাখি তাহার, মেলে দেখে নেত্র,
রাজপথ নয়, এ যেন রঞ্জিত রণক্ষেত্র!