তোমাকে ভালোবেসে আজ নিঃস্ব
অন্ধত্ব বরণ করল দু'চোখ,
শুধু তোমারই রুপের মোহে পড়ে।
বরফের মতো শীতল এ হৃদয় প্রতীক্ষায়
তোমার পাষাণ হৃদয়ের হিমধারা দেখার জন্য,
যে হিমের প্রভাবে শক্ত পাথরও
বরফের মতো গলে পানি হয়ে যায়!
ভালোবাসা নামক সে হিম তোমার হৃদয়েও
জমা আছে। কিন্তু জানি, সে হিম তুমি আমার জন্যে
জমিয়ে রাখোনি!
কারণ, যে আমার হৃদয় বরফের চেয়ে শীতল,
তার জন্যে কারো পাষাণ হৃদয়ে প্রেমের
হিমবাহ তৈরি হয় না।