শত শত তরী এসে ভিড়ছে দুপারে,
শিশু-কিশোরেরা করছে হৃষ্ট তটের বালুচরে।
পাল-তোলা তরীগুলো ভেসে চলে জোয়ারে,
রাশি রাশি হিল্লোল আছড়ে পড়ে দু'পারে।
দুলিতেছে তরী, ফুলিতেছে নদী
আসিছে অজস্র ঢেউ,
তরীগুলো ডুবে যায় যাত্রীরা সব আক্কা পায়
বাচাবার নাই কেউ।
পদ্মা মানে কূল ভাঙন আর
জোড়া জোড়া ঢেউ,
কূলের মানুষ বসতি হারায়, মাঝ-নদীতে তরী ডুবায়
বাচাবার নাই কেউ।
দুপাড়েতে বালুচর মধ্যে জলরাশি,
এ যে এক মহাসিন্ধু পদ্মা সর্বনাশী।
বছর যায় শতাব্দী যায় তবু
বার্ধক্য তাহার হয় না,
সর্বনাশা পদ্মা নদী
সে যে চির যৌবনা।