হও তুমি মহাজ্ঞানী, মহা ধনবান,
দিকে দিকে আছে তব খ্যাতি ও সম্মান।
পুথিগত বিদ্যা তব মগজেতে ভরপুর,
কিন্তু, বিবেক তোমার পেল লোপ তাড়নায় রিপুর।
মাতা-পিতা কেন তোমার থাকে বৃদ্ধাশ্রমে,
এত বিদ্যা অর্জন তবে গেল পণ্ডশ্রমে?
বাড়ি-গাড়ি, বিলাসিতা একদা হবে পণ্ড,
তুমি তো বিবেকহীন আর, জ্ঞানী নামের ভণ্ড।

পিতা-মাতার আশীর্বাদ মঙ্গল আনে ভাই,
তাহাদের অভিশাপে ধ্বংস হবে তাই।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মহা-বিদ্যান,
মায়ের আশীর্বাদের বরে পেলেন মহা সম্মান।
হযরত বায়জিদ বোস্তামী শাহেন-শাহ্ আউলিয়া,
শৈশবেতেই তিনি সবে, পেলেন মায়ের দোয়া।
সেই দোয়ার বরে তিনি হলেন বিশ্বখ্যাত,
মহান রাব্বুল আল-আমিন তারে করলেন সম্মানিত।

পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা-ই পরম-অন্ত,
জন্মদাতা পিতার সনে, নাইকে প্রেমের অন্ত।
পিতা-মাতার সেবা-যত্ন করে যেই জন,
সৃষ্টিকর্তার কৃপা শুধু, পাবে সেই জন।
পিতা-মাতারে তাই তুমি করিও সম্মান,
তুমি তবে এ জগতের জ্ঞানী ও বিদ্যান।