বলছি সেই রঞ্জিত রাজপথের কথা
যেথায় বেজে উঠেছিল বিদ্রোহের দামামা
আজ সেথায় বাজছে বিজয়ের দুন্দুভি,
উড়ছে অজস্র কেতন, যার
বক্ষে শোভিত আজ শহীদের
শোণিতের কলঙ্ক, যেথায়
রজনীর চির আধারে অম্লান
হাজারো আবু সাঈদ, মুগ্ধ আর
সহস্র শহীদ যুবারা।

বলছি সেই জুলাই, চব্বিশ এর কথা,
বর্ষার বাতাসের অন্তরালে যেন
বইছিল বসন্তের মৃদু প্রভঞ্জন।
বিদ্রহী ছাত্র-যুবাদের বুকে ছিল তেজ,
তীব্র আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা
মুক্তি নেশায় করে উন্মাদ,
যে আকাঙ্ক্ষা ফাগুনে হতে
শেখায় দ্বিগুণ। তবে অপেক্ষা
করতে হয়নি ফাগুন আসার।
বর্ষাতেই হয়েছে তারা সহস্র
থেকে সহস্র-গুণ, আর গর্জে তুলেছে
অতীত হাতিয়ার, যে হাতিয়ার
গর্জেছিল বায়ান্নো, উনসত্তর আর
উনিশশো একাত্তর সনে।