আমি সেই ব্যর্থ প্রেমিক
জীবন যার বিরহে জর্জরিত,
প্রত্যাখ্যানই যার একমাত্র অর্জন
বিরহ-যাতনা সয়ে যাই অবিরত।

হতাশার কালো মেঘ আমার আকাশ জুড়ে
বিচরণ করছে, বজ্রপাত ঘটাচ্ছে ঘন ঘন!
অমাবস্যার ঘন-কালো আধার আমার
ললাটে দেয় চন্দন লাগিয়ে।
রিক্ত দেহে চলাচল করে
বর্ণহীন শোণিতের ফোয়ারা,
যেখানকার লোহিত কণিকাসমূহ
হারিয়ে গেছে বিস্মৃতির অতল গহব্বরে।

আমি সেই অবহেলিত প্রেমিক
প্রণয়-সাগর পারি দিতে না পারা ব্যর্থ সাতারু,
প্রত্যাখানের ঝড়ে আছড়ে পড়া বৃক্ষের
ঝরে পড়া নষ্ট তরু!
আমার হৃদয় সেই সুখতরীর মাঝি,
যে তরী বারবার ভরাডুবি করে অসীম দুঃখের
অন্তহীন সুমুদ্রে! যে যাত্রায় থাকে না
কোন বন্ধু, যে শত দুঃখের মাঝেও
ভালোবাসার বন্ধনে, সুখের পরশ দু'হাত বুলিয়ে দেবে।