আমার দেশের রাজপথজুড়ে
মিছিল বয়ে যায়,
আমার দেশের রাজপথে রক্তের
বন্যা ভেসে যায়।
আমার দেশের বাতাসে শুধু
লাশের গন্ধ ভাসে,
আমার দেশের বধ্যভূমে
বিপ্লবীরা হাসে।
আমার দেশে চলছে যে আজ
রাক্ষসেরই রাজত্ব,
চারিদিকে দালালি আর
স্বৈরাচারের দাসত্ব।
স্বাধীনতা! সে তো জেলখানাতে
বন্দি হওয়া অরুণ,
তাই তো মোরা বিদ্রোহী আজ
লক্ষ লক্ষ তরুণ।
আমরা সবাই বিপ্লবী আর
রণ-তরীর মাঝি,
বিপ্লবের গান গাই আর
যুদ্ধের সাজ সাজি।
ছাত্রসমাজ লড়ছে আজ
করে না হারের শঙ্কা,
বাংলাদেশে বাজবে আবার
গণ-বিজয়ের ডঙ্কা।