যখন তোমার লাশ কবরে ঘুমায়
চির নিদ্রায় শায়িত তোমার শবদেহ
তখন আমরা চালিয়ে যাই আন্দোলন,
তোমার রেখে যাওয়া অসমাপ্ত কাজ।
অজস্র গুলির সামনে পেতে দেই বুক!
সে পথ তো তোমারই দেখিয়ে দেওয়া
ভয়হীন, ডরহীন যে পথ, শির উচু
করে সেই বীরপুরুষ শামস-উজজোহার
মতো আত্নবিসর্জন দেওয়ার পথ।
তোমার দেখানো পথে গিয়ে বাজিয়েছি
মোরা গণ বিদ্রোহের দামামা, উত্তাল
দরিয়ার তরঙ্গের মতো দলে দলে
পিপড়ার সারির মতো মোরা লক্ষ লক্ষ
তরুণ, আমরা জ্বালাতে জানি বিদ্রোহের
স্ফুলিঙ্গ, কাপাতে জানি স্বৈরাচারের
ভীত্, আর গড়তে জানি ইতিহাস!
সাক্ষী আমরা, সাক্ষী লাখো তাজা প্রাণ, সাক্ষী
হাজারো শহীদ, সাক্ষী এই ইতিহাস,
সাক্ষী হয়ে থাকবে আমাদের নতুন বিপ্লব,
যার সূত্রপাত শুরু তোমারই আত্ন-
ত্যাগের মধ্য দিয়ে। হে বীর আবু সাঈদ
তুকি অমর, অক্ষয় হয়ে বেচে থাকো
চিরকাল এ বিপ্লবী বন্ধুদের মধ্যে
এই জাতির মুক্তির কাণ্ডারী বিদ্রোহী
হৃদয়ে প্রেরণা হয়ে। হে বিপ্লবী বীর,
চির অম্লান হউক তোমার উন্নত শির।