ঘুম চাইনি আমি
জানলা ভাঙা গল্প খুব কাঁদাবে বলে
আকাশ আঁকড়ে ধরেছিলাম।
হাড়ের মজ্জায় জমে থাকা নদী
এমন খরস্রোতা ! - তুমি
কি তীব্র সশব্দ চিৎকার
তেমনি হিম নিরবতা
চন্দ্রকথা
তুমি কবিতার মস্তিষ্ক
এত এত মৃত্যু শব্দ
কি নিষ্পাপ নির্ভেজাল প্রাণ!!