শ্লথ সময় সারাটা গ্রাম ভেঙে পাখি হত্যায় মত্ত
চোখে মুখে যে রঙের পৃথিবী
                           পাখি পড়তে শিখেছিল
হাড়ে জমে আছে তার কবর।

আমি না হয় আরো একহাজার বছর নতজানু হয়ে রবো,
তবু এইসব মৃত্যু
               জন্মান্তর কাঁদানো প্রেম
                               গোপনীয়তা

কবিতার শরীর থেকে
                  তোমার চোখ মুখ বুক থেকে
প্রতিটি হাড়ের মজ্জায়



মাটির সাথে তুমিও পড়তে শেখ নতুন করে।