ভেবে দেখি আমার ফিরে আসাগুলো,
হেমন্তের বৃষ্টির মত কেমন এলোমেলো, পথহীন
পথ থেকে আরো আরো পথ পেরোতে পেরোতে তারা নেই কোন দেখি,
বৃষ্টির কোন আনন্দ নেই।
উত্তরের যে পথ পাখি এবং প্রজাপতি চিহ্নিত করত বেমালুম আত্মগহনে মত্ত, আমিও পথের কপালে সিঁদুর রাখতে যাইনা আর।
তবু আমার ফিরে আসাগুলো তোমার গোপন অশ্রুর মতই একান্ত আপন।