১
আমার কল্পনার জগতে আজকাল বিস্ফুরণ হচ্ছে মাঝে মাঝে;
বাঁধা ফ্রেমে আবদ্ধ গোলাবি স্বপ্নের কাচে চৌম্বকীয় প্রতিক্রিয়া-
বার বার চৌম্বক সূত্রের ভুল ব্যাখ্যা আমাকে আলোড়িত করছে,
এ ক্রিয়া উত্তর দক্ষিণ সরল রেখা মোটেও চিনেনা বরঞ্চ
কোণাকোণি কোন বক্র রেখায় এক অবাধ ঝোঁক!
২
গোধূলি ধোয়া হলুদ আলোয় গা এলিয়ে আরও বেশ কিছু প্রশ্রয় সঞ্চয় করে
প্রাচীন নাড়ি ছেঁড়া কান্নার স্বর আমরা আর মনে রাখিনা,
খরায় মেঘ যেমন কাঁদতে ভুলে যায়।
৩
মানুষের অজস্র সত্ত্বা জাগতিক উন্মাদনায় মত্ত-
এখানে ভালবাসা আপেক্ষিক- অসংজ্ঞায়িত চাহিদার ভিড়ে
কবিতার খাতা অর্থহীন প্রলাপ ছাড়া আর কিছুই নয়,
শূন্যতার অর্থবহ আবেদন আমাদের সত্য চেতনায়;
আমরা তবু অসত্যের মায়ায় জড়িয়ে থাকি অভাবী আলোর ভয়ে।