প্রেয়সী আমার
অনেক স্বপ্ন, অনেক আশা
হৃদয়ে সুরের ঝর্ণা
আঁখির অতৃপ্ত-তৃপ্ত সুখ
জোছনার শেষ কলঙ্ক
কঠিন আঁধারের ভীষণ কষ্ট।
আমি
কারণ
অকারণ
তবু একটাই উপসংহার
সেই নির্বাক প্রেয়সী
কষ্টের অঝর জ্যোৎস্না
সুখের দীপ্ত দুপুর।