আরো একটি আষাঢ়ের সমাপ্তি;
অস্থির শুন্যতায় ছুঁয়েছে মন।
কাল যে আমার অনেক চেনা,
অনেক অনেক স্মৃতির দেনা
আমার প্রিয় শ্রাবণ"
এই শ্রাবণের মেঘগুলো যে
আমার মতোই বয়ে যায়।
ইচ্ছে হলেই দুঃখবিলাস
ঝরে ঝরে ক্ষয়ে যায়।
দুঃখ আমার আনেক প্রিয়
মনের আপনজন।
কাল যে আমার অনেক চেনা,
অনেক অনেক স্মৃতির দেনা
আমার প্রিয় শ্রাবণ।
এই শ্রাবণে উদাসী ভোর
পরবাসী হাওয়া।
এই শ্রাবণে মন হারানো
আবার খুঁজে পাওয়া।
শুস্ক মনের উঠোন জুড়ে
স্বপ্ন ঝরা প্লাবন।
কাল যে আমার অনেক চেনা
অনেক অনেক স্মৃতির দেনা
আমার প্রিয় শ্রাবণ
এই শ্রাবণে ভেজা দুপুর
অলস কবিতার খাতা।
এথায় হেথায় আঁকিবুঁকি
কয়েকটা ছেড়া পাতা।
যখন তখন হারিয়ে যাওয়া
অন্য কোনো ভুবন।
কাল যে আমার অনেক চেনা
অনেক অনেক স্মৃতির দেনা
আমার প্রিয় শ্রাবণ
কপিরাইট © ২০১২ বাউন্ডুলে