♡♥♡ ♡♥♡ ♡♥♡ ♡♥♡
তুমি হীনা মাঝরাত ...স্তব্ধতায়
থমকে থাকা আমার এ শহর, বুকে শূন্যতা বাসা বাঁধে।
তুমুল চাঁদের জোছনায় একাকী রাত আজ কাঁদে।
বিবাগী এ মন তোমায় খুঁজে ফিরে, অস্থির সময়ের ফাঁদে।
সাত সমুদ্দুর ... তেরো নদী
দূরের শহরে আছো তুমি; হয়তো তোমার কোলাহলের দুপুর।
কিংবা অবসরে একাকী পথচলা আজো অভিমানী মোর।
এলোমেলো পায়ে হাঁটছ হেথায়; দূরে বিষণ্ণ গোধূলির সুর।
এ বুকে তবে কেমনে বাজে রিনিঝিনি পায় তোমার সে নূপুর?
আকিঞ্চন থাকে মন, পেরিয়ে নির্ঘুম রাত ছুঁয়ে যাওয়া ভোর।
প্রজাপতি মেঘ তাই; প্রায়শ ই করে যায় আমায় পর।
ছাপিয়ে একূল ...আমার
আকাশ ভরা অবাক জোছনা আর তারারা সবে।
রাতের ভেলায় ভেসে; যাবে তোমার আকাশে তে কবে?
বলবে আমার নীল চোখেতে তোমার ছবিটা কেনো আঁকা?
চাঁদের পানে দৃষ্টি কেনো ? হায় !
প্রতীক্ষায় তোমার কেনো আঁকি সুবর্নরেখা।
♡♥♡ ♡♥♡ ♡♥♡ ♡♥♡
কপিরাইট © ২০১৩ বাউন্ডুলে