নিরাকার স্বত্বা জুড়ে যে হাহাকার
ঘোর শ্রাবণের কাছ থেকে নেয়া কিছুটা অশ্রু ধার।
সবি ছিল অচেনা; তুমি ছিলেনা বলে।
তোমারি অনুরণনে মন মাঝি মোর ভেসেছে সকলি ভুলে।
অনু অনু অনুভুতি জমাট বেঁধেছে এই বুকে।
যন্ত্রনার নিভে যাওয়া দ্বীপ জ্বলে ধুঁকে ধুঁকে।
অচেনা সুখের অসুখ লেগেছে হেথা
তুমিহীনা ক্ষণ, ধোয়াটে এ মন আছে বড় শোকে।
চাঁদের সাথে তাই; কথা কত যাই বলে বলে।
আসো নাতো তুমি উষর হৃদয়খানি দাবানলে জ্বলে।
তোমার চোখে আমার তারা, মনের শেকল ছেড়া।
আমার আকাশজুড়ে স্বপ্ন; তোমার কাছেই ফেরা।
তোমার জন্য মেঘলা শ্রাবন অহর্নিশি ঝরা।
ঘোলাটে দৃষ্টি মাঝরাতের অই একলা উদাস তারা।
কপিরাইট © ২০১৩ বাউন্ডুলে