ঝাপসা চোখে দেখলাম, সিলিং ফ্যানটা ঘুরছে
স্তব্ধ সময়ের সাক্ষী দু ফোটা নোনাজল
গাল বেয়ে নেমে গেল আমার।
আশ্চর্য্য আমি কাদছি!
পারিনি আমি, আজও পারিনি ভুলতে
আমার চেতনার শেকড়ে, বাহিরের অমাবশ্যা।
মাথার ভেতরটায় একটা ঝড়ো বাতাস,
তারপর আমি আমার অতীতে, ঠায় দাড়িয়ে?
জানালার পাশ ঘেষে বেড়ে ওঠা কৃষ্ণচুড়াটার মতো
নাম না জানা পরগাছা যেভাবে আকড়ে আছে।
ঠিক তেমনি আকড়ে রেখেছি আমার অতীত।
কপিরাইট © ২০০৭ বাউন্ডুলে