: তোমাকে তো আমি পাই নি;
হারানোর তাই প্রশ্ন আসে না।
তবু কেন যেন খারাপ লাগা মনে,
অবুঝ মনে কীসের যাতনা?
- আমাকে পাওনি? সত্যি কি তাই?
নাকি চাওনি পেতে? দেখিয়ে বড়াই!
: সেই তো একই হল কথা!
ফিরিয়ে দিয়েই হোক কিম্বা না পেয়ে;
ছিলে না আমার, তবু কেন ব্যথা?
- সত্যি কি ব্যথা নাকি ছল?
তবে কেন পেরেছিলে এড়িয়ে যেতে?
বুকে যদি নামে বিরহের ঢল-
কেন চাওনি তবে বুকে পেতে?
তোমাকে কতবার বাঁধতে চেয়েছি;
কতবার নত বুকে রাখতে সেধেছি;
আজ সহজেই বলে ফেল, 'ভালো থেকো'!
তবে মিছে কেন বল, 'ব্যথা পেয়েছি।'
: আমি তোমায় চাইনি বলেই পাই নি;
তবু তো কাছে কাছে থেকেছি তোমার।
চাইলেও তুমিও তো আমাকে পাওনি!
তবে আমিও বা কবে ছিলেম তোমার?
তবে তো বলতেই পারি আমি,
তোমারও এ ব্যথা নয় হারাবার।
- তোমাকে ভালবেসে পাই নি আমি;
'এ ব্যথা কম'-
সে কথা কেমনে বল তুমি?
: কাওকে চাহিয়া না পাওয়ার চেয়ে
পেয়ে হারানোর ব্যথা যে অনেক বেশি!
আমি তো কখনই সম্মুখে তোমার
বলিনি আজও- 'ভালবাসি'।
অভিশাপ দিয়ে তবু দূরে গেলে;
প্রেম নেইনি বলে গরলটুকু ফেলে গেলে।
আমি তো তবু সহজেই বলেছি,
'ভালো থেকো বালিকা ছোট্ট জীবনে';
তোমার অভিশাপের আগুন
মঙ্গলদীপ হয়ে জ্বলুক আমার মনে।
আর তুচ্ছ ভেবে এ বাঁধন
ফেলতেই পার ছিঁড়ে;
তবু জেনো, ক্ষণিকের এ পরিচয়
কোন অবসরে পড়বে মনে স্মৃতির ভিড়ে।
- তুমি পাগল বালক,
হয়তো যাবে ভুলে আমায় কোনদিন;
আমার ব্যর্থ প্রেমের বিরহের সুর
বাজবে প্রাণে চিরদিন।
: ভুলতে না পারলে ব্যথা,
শেষ কর এ অদৃশ্য সম্পর্ক নষ্ট ভাবে!
যাতে জন্মে আমার জন্য
হাজার ঘৃণা তোমার বালিকা-স্বভাবে।