স্তব্ধ লোকালয়ে ঝিঁঝিঁ'র ডাকে
দেই সুরের যোজনা,
কলির কার্যকলাপ আধুনিকতা না
আদিমতা-
বহু ভাবনার পরেও বুঝতে পারিনা।
হিংস্রতা অন্তরে, প্রকাশ্যে
মেকি মানবিকতা।
¤¤¤¤¤¤¤
জীবনের মানে তবে কি বিপন্ন মনে
রঙ্গমঞ্চে বিষাদের সংলাপ বলা?
না কি জীবনের কণ্টক বাগানে
দুঃখের পথে সুখের আশায় হেঁটে
চলা?
¤¤¤¤¤¤¤
শত দুর্নীতি, বোমাবাজির মাঝে
সুখেই ঘুমাও,
পারি না আমি, মনে বড় অস্থিরতা।
আমাকে বল অসুস্থ; অথচ
এসবের মাঝেও
তোমাদের সুস্থ থাকাও কি নয়
এক রকম অসুস্থতা?
¤¤¤¤¤¤¤
আঁধারে আমার বন্ধু শুধু আমি,
আমি নিভৃতচারী এক বোবা কবি।
আমি ঝড় তুলি কলমে, কাগজের
বুক চুমি।
শব্দের তুলিতে আঁকি মানব মনের
ছবি।