কবিতা কে প্রশ্ন করি আমি
একদিন-
'কবির খাতা কলম ছাড়া
তোমার অবস্থান কোথায়?
তুমি হয়ে যেতে অস্তিত্বহীন!'
.
কবিতা নীরব হয়ে থাকে কিছুক্ষণ।
পরে বলে, 'দেখো চেয়ে তোমার
ভেতরে
কিম্বা বাহিরে, কাছে অথবা দূরে
প্রকৃতির সর্বত্রই আমার
প্রতিরূপ বহমান।
বরং আমার কাছেই কবির ঋণ!'