জেনে রাখ, আমি নই হতাশাবাদী।
নিরাশ এই আমি আশাবাদী।
হত আশা একদিন পুনরোদ্ধার হবে সে আশায় বাঁচি।
হারানো যত জৌলুশ আসবে ফিরে;
এলোমেলো জীবন তরী ভিড়বে তীরে।
শুধু তুমি থেকো গো বেলা অবেলায় কাছাকাছি।
দেহ বুঝি না, মন জানি না, বুঝি না প্রেম-কাম;
এসব হয়তো সঙ্গে থাকার অন্য কোন নাম।
শুধু চাই গো বালিকা ছেড়োনা হাত কোনদিন।
যাযাবর আমায় সামলাতে পারবে না কি?
বদলে যাব, শুধু আঁখিতে মেলাও আঁখি!
বল, বালিকা, তোমার বাঁকি জীবনকাল দেবে নাকি ঋণ?