আমার তোমার প্রেম ছিল
নীল সাদা প্রেম।
আমার মনের সাদা প্রেম
তোমার অবহেলার বিষে নীল!
তোমার হৃদয়ে জ্বলজ্বলে সবুজ,
সেখানে কথার গাড়ী ছাড়ে
কোন মোটর বাইকের অভিযাত্রী।
আমার দু পায়ে হাঁটা কথারা থমকে
দাঁড়িয়ে থাকে বাতাসের ফুটপাতে।
আমার ছুঁড়ে দেয়া রঙিন আদর
আছড়ে পড়ে তোমার দেয়ালে;
তোমার মনে তা ছুঁতে পারে না
গভীরে লুকানো অনুভুতি।
অনুভুতিরা ক্লান্ত তখন খেলা শেষে
আর আমার প্রেম ক্লান্ত হয়ে
তোমার দেয়ালে হেলান দিয়ে ঘুমায়
শত অবহেলা সহ্য করে!
বহুত ছ্যাঁচড়া আবেগ আমার-
তবু তোমার মনের দেয়ালে
এঁকে দিতে চায় প্রেমের সফেদ চিহ্ন।