উমা এলো ধরার বুকে
আয় ছুটে আয় বরণ করি,
মন খারাপে নেই কাজ আজ
মায়ের দুটি চরণ ধরি।

অত্যাচারীর ব্যভিচারে
অতিষ্ঠ আজ সবাই মোরা,
তবুও যে পাই না বিচার
এমন মোদের কপাল পোড়া।

এই ধরণীর অসুর যত
বেড়ায় ঘুরে মুখোশ পরে,
তাদের তুমি করো দমন
দশভুজার রূপটি ধরে।