শিশু-শ্রমিক ইট ভাঙছে যায় না সহ্য করা,
খাটায় যারা তাদের বুঝি পাষাণে হৃদয় গড়া।
সারাটা দিন কত শিশু খাটছে পেটের দায়ে,
মাঠে-ঘাটে কলকারখানায় কাঁদে যন্ত্রের ঘায়ে।
সকাল থেকে খাটতে খাটতে গড়িয়ে যায় সন্ধ্যা,
এভাবেই হয় শৈশব কেটে জীবনটা হয় বন্ধ্যা।
অন্যায় ভাবে ঐ শিশুদের করছে যারা শোষণ,
তারা চালায় এই সমাজে পুঁজিবাদের তোষণ।
যে কোনও মূল্যে চাইছে লুটতে স্বার্থপরের দল,
আইনের বদলে দেখায় তারা শুধুই পেশির বল।
কম দামেতে শিশু খাটিয়ে লাভের টাকা বাড়ায়,
পরিণামে দেশ মূল্যবান মানব সম্পদ হারায়।