ষষ্ঠীতে আজ দেবীর বোধন
সব অপেক্ষা শেষে,
মা এসেছেন ভুবন মাঝে
কাটবে কদিন হেসে।

মন পেলো আজ খুশির ছোঁয়া
মায়ের আগমনে,
সকাল থেকেই ঢাকের শব্দে
ভুবন হলো চনমনে।

নতুন বসন খোকা খুকুর
হৃদয় করলো হরণ,
চল ছুটে চল মন্ডপে আজ
লব মায়ের শরণ।

কাজ ফেলে সব ছুটেরে সবে
দুর্গা মায়ের টানে,
আজকের এই  ষষ্ঠী সকাল
জাগায় দোলা প্রাণে।