জীবন জুড়ে কষ্ট অনেক
পারা যায় না ভুলতে,
সবটা কষ্ট সাথে নিয়ে
হয় ভাগ্যের পথ খুলতে ।

কষ্টে ভরা জীবন মোদের
কষ্ট থাকে প্রাণে,
কষ্ট ছাড়া এ জীবনের
হয় না কোনো মানে।

সুখের লাগি শুধুই ছোটা
সেটাওতো এক কষ্ট,
ভেবোনা তাই সুখের খোঁজে
সময় হলো নষ্ট।

স্বজন হারা মানুষ যারা
কষ্টে থাকে ভবে,
সেই কষ্টকে বুকে নিয়ে
সামনে যেতে হবে।

হরেক রকম দুখের তীরে
বিদ্ধ হয় যে মানুষ,
তবু মানুষ সুখের তরে
উড়ায় অনেক ফানুস।