অনেক কিছুই যায়না বলা
বলবে বলো কারে,
কেমন করে বোঝাবে বলো
বুঝবেনা যে তারে।
দেখো পাচ্ছে মানুষ সাজা
ভুগছে ভীষণ ক্লেশে,
তবু আছে চুপ করে সে
বিদ্ধ হচ্ছে শ্লেষে।
জীবনের পথ চলতে গিয়ে
যদি না কেউ ঠেকে,
তবে সে আর এই জীবনে
উঠবেনা যে পেকে।
দুঃখ নিয়ে মানুষ থাকে
ভোগে নানা শোকে,
আমরা যে আজ দুখের সাথে
চলছি সদাই ঝোঁকে।