তার সন্ধানে আমি কোন খানে যাই হে সাই
তার সন্ধানে আমি কোন খানে যাই
আমার যে কেহ আপন মানুষ নাই
আমার যে কেহ মনের মানুষ নাই
আমি কার কাছে শুধাই মনের কথা সাই
আমি আর কারে বুঝাই মনের কথা সাই
মনের কথা কি আর বুঝবে সবাই
আমার যে কেহ মনের মানুষ নাই
তবু আমি মনের মানুষ খুঁজে বেড়াই সাই
হাটবাজার মন্দির মসজিদে যেখানেই যাই
স্বার্থ ফুরালে কেটে পড়ে সবাই
আমার মনের মানুষ কোন খানে পাই
প্রেম প্রীতি ভালোবাসা কিছু যে নাই হে সাই
অর্থ না থাকলে যে কোনো দাম নাই
আমি মনে মনে নিজের মনেরে শুধাই
আমার মনের মানুষ কোন খানে পাই