এই তো খুব ভালো রচনা
গ্রামে গঞ্জে হোক না রটনা
খুড়োও মাতাল খুড়োর ছেলেও মাতাল
খুড়োর আর কেহ নেই ইহকাল পরকাল
তবে খুড়োর চলে গিয়েছে তিনকাল
তবু খুড়ো কি সব ভাবে আকাশ পাতাল
এই বুঝি দিন ফুরিয়ে আসে সাল
ঠিক মনে থাকে না কি বার ছিল গতকাল
রোজ এসে জুটে যায় কিছু মাতাল
খুড়োর পেটে পড়ে দেশী মাল
মনে পড়ে সব পুরনো দিনের কথা
কে দেয় হুঁকোয় আগুন খুড়োর মাথায় ব্যাথা
তাই খুড়ো বলে গাঁজা নাকি বৈদিক ঔষধি
দেবাদিদেব মহাদেবের প্রসাদ পেলে হয় সিদ্ধি
তাই সাধু সন্ন্যাসী কত গাঁজার ভক্ত
এমনকি দেবতারাও নাকি ছিল সুরাসক্ত
তবে খুড়ো হয়ত বলেছে সঠিক
তবে খুড়ো জাতে মাতাল তালে ঠিক
আমি ভাবি আছে কি এতে কোনো গুনাগুন
আরে মশাই বুঝতে পাবেন আগে টানুন