এই তো এসেছে দিন শরৎ হেমন্ত
মাঠে মাঠে পাঁকা ধান পূজা মেলা
পূজোর কটা দিন এসে যায় শীত
পৌষ মাস পিঠে পুলি যাত্রা পালা
ঘাসের পাতায় জমা শিশির ধোঁয়ায় পা
খালি পায়ে হাঁটলে শিহরণ উঠে আসে
ভোরের আবছা আলোয় আমরা দুই বন্ধু
হাঁটতে বেরতাম শিশির ভেজা পথ ধরে
কোনোদিন আমার ঘুম ভাঙ্গতে দেরি হলে
সেই বন্ধু ঘুম ভাঙ্গিয়ে নিয়ে যায় বেড়াতে
যেদিন বন্ধু হোঁচট খাওয়া রক্ত দেখায় হাঁটুতে
সেদিন শুধু দেখেছিলাম পারি নি কিছু করতে
আমরা খুব ভালো বন্ধু ছিলাম দুজনে
মনের সব কথা বলেছিলাম একে অপরকে
আমাদের মনে কোনো পাপ ছিলনা সেদিন
একে অপরের ক্ষতি চাইনি কেউ কোনোদিন
আজও খুব মনে পড়ে সেই বন্ধুর কথা
কোথায় কোথায় ঘুরতে যেতাম দুজনে
একদিন দেখা নাহলে ভালো লাগতো না
আমরা খুব ভালো বাসতাম একে অপরকে
_______