তিস্তার স্পারে বসে আছি শান্ত বিকেল
চোখের সামনে শুধু বালুচড়
আকাশে ঝুলে আছে মেঘ হঠাৎ বালুঝড়
জীবনে প্রথম বালুঝড়
তোমার আসার কথা ছিল

তোমার আসার অপেক্ষায় বসে বসে
স্রোতের শব্দ শুনতে ভালো লাগে
তিস্তার স্পারে বসে বসে কখন সন্ধ্যা নামে
রাতের আকাশে সব তারা জাগে
শুধু চাঁদ একা একা নির্জনে রাত জাগে

আর কিছু দেখা যায় না শুনি কলাপাতার শব্দ
অনেক রাত পর্যন্ত শুনি জলের স্রোতের শব্দ
ঘুম ঘুম জড়ানো চোখে দেখি চাঁদমুখ
শুনতে পাই তোমার নরম পায়ের শব্দ
শুনতে পাই তিস্তার ভাঙ্গনের শব্দ
           ________