ঘুম তুমি আসো আমার বিষন্ন চোখে
নিশাচর নির্জন রাত কত আর দেখবে রাস্তা
তুমি না আসলে মাথা খারাপ হয়
ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে পাই
ঘুম তুমি না আসলে চোখে ভাসে অজস্র স্মৃতি
ক্লান্ত অবসন্ন দুচোখ জেগে থাকে সরারাত
চোখে ভাসে স্মৃতি বিজড়িত আঁকাবাঁকা নদী পথ
তোমাকে দুহাতে তুলে নিয়ে পার হয়ে গেছিলাম
ঘুম তুমি না আসলে মনে অনেক দুশ্চিন্তা হয়
মসৃন পাহাড়ী ঢাল বেয়ে নেমে যাওয়ার ছবি ভাসে
দুচোখ এদিক থেকে ওদিকে ঘুরতে থাকে শুধু
মনের অশান্তি দূর হয় না কিছুতেই
তুমি না আসলে রাতে ঘুমাতে দেরি হয়
পরদিন সারাদিন ক্লান্ত লাগে
দিনের বেলায় চোখ জড়িয়ে আসে
মন দিয়ে কোনো কাজ করতে পারি না
ঘুম তুমি আসো তুমি আসলে
তোমার সঙ্গে চলে যাব রঙ্গিন স্বপ্নের দেশে যে
তোমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে যাব
আমারও যে স্বপ্ন দেখতে ভালো লাগে
___________