সায়েন্স
-উত্তম রায়

মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর
উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিলাম
ভেবেছিলাম ডাক্টার হব ইন্জিনিয়ার হব
কিন্তু উচ্চ মাধ্যমিক আর পাশ করতে পারলাম না

তবে দুই বছর সায়েন্স পড়েই অনেক শিখে গেছিলাম
সায়েন্স মানেই বিজ্ঞান বিজ্ঞান মানেই বিশুদ্ধ জ্ঞান
বাস্তব কি জিনিষ ভালো বুঝতে পারছিলাম
বিজ্ঞান কিভাবে সবকিছু বলে দিতে পারে

যেমন এখানে দাঁড়িয়ে থেকে বলে দিতে পারি
সামনে ওই যে সুউচ্চ বটগাছটা দাঁড়িয়ে আছে
সেই বটগাছটা কত ফুট উঁচু আর কত প্রাচীন?
শীতকালে ভিজে কাপড় কেন তাড়াতাড়ি শুকিয়ে যায়?

তেমনি বিজ্ঞান থেকে আমরা জানতে পারি
মাটি জল বায়ু আকাশ অগ্নি দিয়ে মানুষের সৃষ্টি
গাছের থেকে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি
জল আলো বাতাস সবকিছুই আমাদের প্রয়োজন

তেমনি মহাকর্ষ বলের কথা জানতে পারি
যে বিশ্বের প্রত্যেক বস্তুই পরস্পর পরস্পরকে
তার নিজের দিকে টানে তাকে মহাকর্ষ বল বলে
তাই আপেল গাছ থেকে খসে উপরে উঠে যায় না

তেমনি বিজ্ঞান থেকে আমরা জানতে পারি
প্রত্যেক ক্রিয়ার‌ই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে
তাই বাস্তবে দেখি এত ঘাত সংঘাত
অত‌এব তুমি যেমন কর্ম করবে তেমনি ফল পাবে

সীমিত খাদ্য ও বাসস্থানের তত্ব থেকে জানতে পারি
পৃথিবীতে শুধু একভাগ স্থল আর তিনভাগ জল
এই একভাগ স্থলে আমাদের কৃষিজমি বসতবাড়ি
তাই পৃথিবীতে মানুষ বাড়লেও কৃষিজমি কিন্তু বাড়ে না

তেমনি যোগ্যতমের উদবর্তনের তত্ব থেকে জানতে পারি
যে যারা সবল কেবল তারাই পৃথিবীতে টিকে থাকবে
যারা নিজেকে প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে পারবে না
তাঁরা কালের ক্রমে একদিন বিলুপ্ত হয়ে যাবে
                  ___________