বৈশাখ জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মকাল
মাথার উপর প্রখর রোদের দাবদাহ
ঘর থেকে বেরতে ভালো লাগে না
এই সময় কখনও হাওয়া থাকে না
তখন গরম আর সহ্য হয় না
তবে গ্রীষ্মকালে আকাশ খুব সুন্দর হয়
গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে
স্নিগ্ধ সুনির্মল খোলা আকাশে
সাদা সাদা মেঘের আনাগোনা
দেখতে খুব সুন্দর লাগে
আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল
আকাশে মেঘ কালো ঘণীভূত হয়
কখন বৃষ্টি আসে কোনো ঠিক নেই
নদী নালা সব জলে ভরে যায়
বন্যায় তখন দুকূল ভেসে যায়
কখনও বাতাসে তুমুল ঝড় ওঠে
মেঘে মেঘে গর্জন করে
বাড়ি ঘর গাছপালা উড়ে যায়
ঝড় থেমে গেলে সব স্বাভাবিক হয়
আকাশ আবার সুনির্মল হয়
_________