জীবনে কিছু করতে পারলাম না
মায়ের চোখের জল মুছে দিতে পারলাম না
বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারলাম না
মানুষের মতো মানুষ হতে পারলাম না
ডাক্তার হতে পারলাম না
ইন্জিনিয়ার হতে পারলাম না
আমি বড়লোক হতে পারলাম না
মানুষের জন্য কিছু করতে পারলাম না
সংসারকেও সুখী করতে পারলাম না
জীবনের যুদ্ধে হেরে গেলাম
ছোট বেলা থেকেই অনেক চেষ্টা করেছিলাম
নিজের পায়ে দাঁড়াতে খুব চেষ্টা করেছিলাম
মন দিয়ে পড়াশুনা করেছিলাম
অনেক স্বপ্ন দেখেছিলাম
পড়াশুনা শেষ করে একদিন চাকরি পাবো
দেশের জন্য কিছু করবো
মানুষের জন্য কিছু করবো
বাবা মায়ের মুখ উজ্জ্বল করবো
বাড়ি করবো গাড়ি করবো সংসার করবো
কিন্তু তবুও জীবনে কিছু করতে পারলাম না
সব ঠিকঠাক ছিল আমার জীবনেও প্রেম এসেছিল
একদিন প্রথম প্রেমের নেশায় বিভোর হয়েছিলাম
অজানা ভালোলাগার নেশায় ডুবে গেছিলাম
আমি হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছিলাম
ছোটবেলা থেকেই মেয়েলি শরীরের সুগন্ধে
যেদিন প্রথম বুঝতে পারলাম যে
আমি হারিয়ে গিয়েছিলাম স্বপ্নের জগতে
আমি পুরোপুরি ডুবে যাচ্ছি একগলা জলে
ভেসে যাচ্ছি স্রোতের গতিবেগে
আর কোনো দিন ফিরে আসতে পারবো না
যেদিন প্রথম ভালোবাসাকে হারিয়ে ফেলেছিলাম
মনে মনে খুব আঘাত পেয়েছিলাম
আমিও যে অনেক স্বপ্ন দেখেছিলাম
ভালোবাসাকে কি কেউ ভুলে যেতে পারে
তবুও সেদিন স্বপ্ন ভঙ্গের বেদনা মেনে নিতে
বাস্তব জগতে ফিরে আসতে বাধ্য হয়েছিলাম
সেদিন খুব অসহায় হয়ে পড়েছিলাম
বন্ধু বান্ধব সবাইকে হারিয়ে একা হয়ে গিয়েছিলাম
বেকার হয়ে গিয়েছিলাম
জীবনের অমূল্য সময় অপচয় করে ফেলেছিলাম
তবুও অনেক চেষ্টা করেছিলাম নিজের পায়ে দাঁড়াতে
আমি আর কি করতে পারি
দিন রাত শুধু চিন্তা করেছিলাম
অর্থ ছাড়া মানুষের কোনো দাম নেই
তাই ছোটবেলা থেকে অর্থ উপার্জনের চেষ্টা করেছিলাম
বাড়ি থেকে বিদেশেও গেছিলাম উপার্জনের আশায়
প্রখর রোদে মাথার ঘাম পায়ে ফেলে
শ্রমিকের কাজ করেছিলাম ভূটানে
তবুও কিছু করতে পারলাম না
তবুও আজও নিজের পায়ে দাঁড়াতে পারলাম না
_________