জন্ম মৃত্যুর কথা আর কে বলিতে পারে
একমাত্র সে আমার হরি জানে
জন্ম মৃত্যু সব আমার হরির হাতে
শুধু দুঃখ করে কি লাভ তাতে
তাই বল হরি বোল হরি বোল
যে জন মরিবার তারে কে বাঁচাতে পারে
যে জন জন্মিবার তারে কে মারিতে পারে
জন্ম মৃত্যু সব আমার হরির হাতে
জন্ম মৃত্যু সব তারি ইচ্ছাতে
তাই বল হরি বোল হরি বোল
তাই দেহ মন প্রাণ জীবন মৃত্যু
সপে দিয়েছি হরির পায়ে সব কিছু
আমার হরিই রাখে আমার হরিই মারে
একদিন হরি ঠিক নিয়ে যাবে
তাই বল হরি বোল হরি বোল
জীবন মৃত্যু পথের কান্ডারী আমার হরি
একদিন হরির সঙ্গে যাব সুন্দর পৃথিবী ছাড়ি
তাই জপি অবিরাম হরির নাম
মনে ভাবি অবিরাম হরির নাম
তাই বল হরি বোল হরি বোল