মাইলস্টোন
(শ্রদ্ধেয় রতন টাটা প্রসঙ্গে)
যাদের ক্ষমতার দম্ভ আছে
যাদের শুধু অর্থের দম্ভ আছে
যাদের রূপের অহংকার আছে
তারাই কেবল চিৎকার করে কথা বলে
পুরো বাড়িটাকে মাথায় তুলে রাখার চেষ্টা করে
পুরো সমাজটাকে নিজের আয়ত্তে আনতে চেষ্টা করে
এদের মুখে সবসময় হাসি মস্করা লেগেই থাকে
অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করে হোক আর না হোক
বন্ধু বান্ধব স্বজন পরিজন নিয়ে হোক আর না হোক
কিন্তু এদের সব কিছু বেআব্রু হয়ে যায় একদিন
এদের ভালোবাসা শুধু মেকি ভালোবাসা
এদের মুখে মধু অন্তরে বিষ
তবুও যদি কেউ না শোনে কথা
তবে এদের গরম হয়ে যায় মাথা
কাউকে ফাঁসাতে এরা বিন্দুমাত্র দ্বিধা করে না
এরাই প্রকৃতপক্ষে অভদ্র অশিক্ষিত মূর্খ হয়
এদের মায়া মমতা প্রেম ভালোবাসা নেই
এদের কোনো সংযমতা নেই
আর যারা প্রকৃত সৎ বিনয়ী
যাদের কোনো ক্ষমতার দম্ভ নেই
যাদের কোনো অর্থের অহংকার নেই
তারা কখনো চিৎকার করে কথা বলে না
তারা প্রকৃত পক্ষে নম্র ভদ্র হয় শিক্ষিত হয়
তরাই একদিন প্রকৃত মানুষ হিসেবে বিবেচিত হয়
এরা সব সময় নিজে বুঝতে চেষ্টা করে
আর অন্যকেও বোঝাতে চেষ্টা করে
এদের মন হয় সহজ সরল সাদা সিধে
এরাই একদিন হয়ে ওঠেন প্রকৃত গুণীজন
বহু যুগ পর নতুন আর এক মাইলস্টোন
প্রকৃত পক্ষে এক সর্বশ্রেষ্ঠ মানব দর্শন